Gå direkte til innholdet
The Alchemist
Spar

The Alchemist

Forfatter:
Bengali
সারল্য ও হৃদয় আলোড়নকারী জ্ঞানের মিশেল এই চমৎকার গল্পটা আন্দালুসিয়ার একটি রাখাল ছেলের গল্প। ছেলেটির নাম সান্তিয়াগো। পিরামিডের দেশের গুপ্তধনের খোঁজে সে তার জন্মভূমি থেকে যাত্রা শুরু করে স্পেন হয়ে মিশরের মরুভূমিতে পাড়ি দেয়। এই যাত্রা পথে তার সঙ্গে একে একে সাক্ষাৎ হয় এক জিপসি মহিলা, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির যে নিজেকে রাজা বলে পরিচয় দেয় এবং অবশেষে অ্যালকেমিস্টের। তারা সবাই তাকে তার গুপ্তধনের পথের সন্ধান দেয়। কিন্তু সবার কাছেই অজানা সেই গুপ্তধনের আসল অর্থ এবং সান্তিয়াগো আদৌ শেষ পর্যন্ত তার যাত্রাপথের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবে কিনা। যে যাত্রাটা শুরু হয়েছিল পার্থিব বস্তুর অনুসন্ধানের উদ্দেশ্য, অবশেষে তা অন্তরের অমূল্য ধন প্রাপ্তিতে সমাপ্ত হয়। সান্তিয়াগোর এই সরস প্রাণবন্ত ও অত্যন্ত অমানবিক গল্পটি আমাদের স্বপ্নকে সত্যি করে তোলার অদম্য শক্তি ও হৃদয়ের কথা মেনে চলার এক প্রকৃষ্ট উদাহরণ।
Forfatter
Paulo Coelho
ISBN
9789390085026
Språk
Bengali
Vekt
310 gram
Utgivelsesdato
10.7.2020
Antall sider
180