Siirry suoraan sisältöön
Atmoprakash
Tallenna

Atmoprakash

কোন ছন্দ মিলিয়ে বা বিশাল কিছু ভাবনা চিন্তা করে লেখা এই বই নয়। নেহাত কিছু টুকরো টুকরো মন খারাপের সময় ভেসে আসা কিছু শব্দ, শব্দমালাদের আমি পেঁজা তুলোর মেঘেদের মতো ধরতে চেয়েছি; যতগুলোকে পেরেছি ততগুলোকেই লিখে দিয়েছি। এই বই সবার জন্য নয়। বিশেষ করে আমুদে মানুষজনের জন্য তো নয়ই। আবার সব সময় বালিশ আঁকড়ে পড়ে থাকা মানুষজনও এ বই থেকে কিছু পাবে না। তাহলে কাদের জন্য লিখলাম কেনই বা লিখলাম? এ উত্তর আমিও পাইনি। তবে যাঁরা পড়বেন তাঁরা হয়তো ঠিকই খুঁজে পাবেন। সেই অপেক্ষায় রইলাম। এই টুকরো টুকরো মন খারাপের লেখা যাদের হৃদয় ছিন্নভিন্ন হয়ে গেছে কোনও কারনে; তাদের মন খারাপ সারিয়ে তুলুক

Kirjailija
Rahul Ray
ISBN
9789360499174
Kieli
bengali
Paino
310 grammaa
Julkaisupäivä
30.1.2024
Sivumäärä
107